পঞ্চগড়ে ২ চা ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

পঞ্চগড়, চা, ভ্রাম্যমাণ আদালত,
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার চা ব্যবসা দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

বৈধ লাইসেন্স না থাকা, নকল ট্রেড মার্ক ও মূসক চালান ব্যবহার, ভ্যাট ফাঁকি ও কালোবাজার থেকে চা কেনার দায়ে এই জরিমানা করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার মীরপুরি চা'কে ৫০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'চা বোর্ডের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিছু অসৎ চা ব্যবসায়ী।'

'চা ব্যবসার এসব নানা ধরণের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড পঞ্চগড়ে গত ৩ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the general elections

1h ago