গ্রেনেড হামলা: তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া কী ভূমিকা রেখেছিলেন, প্রশ্ন শেখ হাসিনার

গ্রেনেড হামলা: তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া কী ভূমিকা রেখেছিলেন, প্রশ্ন শেখ হাসিনার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

একুশ আগস্টের গ্রেনেড হামলার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানকে 'সম্পূর্ণভাবে' দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু এই হত্যাকাণ্ড করা না, কোনো আলামত রক্ষা করা হয়নি। তখন তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তিনি কী ভূমিকা পালন করেছিল সেটাই প্রশ্ন?

তিনি আরও প্রশ্ন রেখে বলেন, 'সে কেন বাধা দিলো পুলিশকে! সে কেন কোনো উদ্যোগ নিলো না আলামত রক্ষা করতে?'

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী স্মরণে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'এতে কী প্রমাণ হয় যে, এই গ্রেনেড হামলার সঙ্গে সম্পূর্ণভাবে খালেদা, তারেক গং জড়িত এতে তো কোনো সন্দেহ নেই। তদন্তেও সেটা বেরিয়েছে।'

ঘটনার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, '২১ আগস্ট ২০০৪ সালে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যালি করছিলাম। ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা হয়েছিল সিলেটে এবং বিএনপির হাতে আমাদের ছাত্রলীগের নেতা হত্যা হয়, তাদের ওই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা র‌্যালি আহ্বান করি। আর সেখানে প্রকাশ্য দিবালোকে, যেখানে হাজার হাজার মানুষ, সেখানে আর্জেস গ্রেনেড মারা হয়েছিল। আর্জেস গ্রেনেড সাধারণত রণক্ষেত্রে ব্যবহার হয়। যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয় আর সেটা ব্যবহার হলো আওয়ামী লীগের ওপর। সেটা ব্যবহার হলো যখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি মানুষের নিরাপত্তার জন্য।'

তিনি বলেন, 'একটা-দুইটা নয়, ১৩টা গ্রেনেড...আর কত যে ওদের হাতে ছিল কে জানে! সেদিন যে বেঁচে গিয়েছিলাম সেটাই অবাক বিস্ময়। ওই ট্রাকের ওপর আমাদের সব নেতারা ছিলেন। নিচে অগণিত নেতাকর্মী। মিছিল নিয়ে সারা এলাকায় দাঁড়িয়ে আছে আমাদের নেতারা। আমি যখন বক্তব্য কেবল শেষ করেছি, নিচে নামব, তখন ফটোগ্রাফার গোর্কি আমাকে বললো, আপা দাঁড়ান আমি ছবি নিতে পারিনি। সঙ্গে সঙ্গে অন্য ফটোসংবাদিকরা বললো, আপা একটু দাঁড়ান, ১ সেকেন্ডের ব্যাপার। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গ্রেনেড হামলা। হানিফ ভাই ঠিক আমার পাশে ছিল। সঙ্গে সঙ্গে আমাকে টেনে নিচে বসিয়ে দিলো।'

'যে গ্রেনেড ছুড়েছিল সেটা ট্রাকের ভিতরে না পড়ে ট্রাকের ডালার সঙ্গে বাড়ি খেয়ে ঠিক তার নিচে পড়েছে। সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথায়। তার সমস্ত গা বেয়ে রক্ত, আমার কাপড়ে এসে পড়ছে। প্রথমে ৩টি গ্রেনেড, এরপর একটু বিরতি দিয়ে আবার একটার পর একটা গ্রেনেড মারতে শুরু করল। আমাদের হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত। আইভি রহমান নিচেই ছিলেন মহিলাদের নিয়ে মিছিলে,' বলেন তিনি।

এ সময় আহত ও নিহত নেতাকর্মীদের স্মরণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, 'আমাদের হাজারের কাছাকাছি নেতাকর্মী আহত হন। এর মধ্যে অন্তত ৫০০ জনের উপরে ছিল খুব খারাপভাবে আহত। এমন একটা পরিবেশ, সেখানে কেউ উদ্ধার করতে আসতে পারেনি। যারা উদ্ধার করতে এসেছিল তাদের উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করা হয়। এখানেই প্রশ্ন কেন এই গ্যাস ও লাঠিচার্জ করা হয়?'

'অনেক নেতাকর্মী স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন। এ রকম ধরনের ঘটনা একটি রাজনৈতিক দলের ওপর করতে পারে এটা কল্পনাও করা যায় না।' কোনো দিন এটা কেউ দেখেনি বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, 'এ ধরনের ঘটনা ঘটলে আমরা সভ্য দেশে কী দেখি; সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে আসে, আহতদের সহযোগিতা করে, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। সেদিন কিন্তু কেউ নেই। আমাদের নেতাকর্মী যারা...যখন এই হামলাটা থেমেছে, তারা ছুটে আসে। তাদের ওপর পুলিশ উল্টো লাঠিচার্জ শুরু করল। তাদের ওপর হামলা করা শুরু করল। আমি যখন কেবল গাড়িটা নিয়ে সামনে চলে গেছি, তখনই শুনি টিয়ার গ্যাস এবং হামলা।'

তিনি আরও বলেন, 'এ দেশের পুলিশ তো নাগরিকদের সেবায় কিন্তু সেদিন তাদের যে ভূমিকা ছিল সেটাই তো সন্দেহজনক। পরবর্তীতে শুনেছি, সেদিন এখানে ডিজিএফআইয়ের একজন এজেন্ট কর্মরত ছিল, সে এ ধরনের ঘটনা দেখে পুলিশ হেড কোয়ার্টারে ফোন করে। তাকে ধমক দেওয়া হয় যে, "তুমি ওখানে কী করছো! সরে যাও"।'

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

4h ago