এস আলম গ্রুপ নিয়ে হাইকোর্টের রুলে পক্ষভুক্ত হতে সায়েদুল হক সুমনের আবেদন

বিদেশে এস আলম গ্রুপের বিপুল পরিমাণ বিনিয়োগ তদন্তে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলে পক্ষভুক্ত হতে আবেদন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সেই সঙ্গে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন প্রস্তুত করেছেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন আজ রোববার হাইকোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই দুই আবেদন জমা দেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া আবেদনে সুমন বলেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি ও জালিয়াতির ব্যাপারে প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। তাই হাইকোর্টের গত ৬ আগস্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনকে দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দিতে একটি নির্দেশনা প্রয়োজন।

দ্য ডেইলি স্টারে 'এস আলমের আলাদিনের চেরাগ' শিরোনামে গত ৪ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন সিঙ্গাপুরে কমপক্ষে ১ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ডেইলি স্টারের অনুসন্ধানে দেখা গেছে, এস আলম গ্রুপ কখনোই বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়নি।

আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে ৬ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দেন। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ ব্যাপারে সহায়তা করতে বলা হয়।

আইনজীবী সায়েদুল দ্য ডেইলি স্টারকে বলেন, স্বতঃপ্রণোদিত রুল ও তদন্ত আদেশে রুলের বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে আবেদনের ওপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর বেঞ্চ সোমবার শুনানি করবে।

বিদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ তদন্তে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলের বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে গত সপ্তাহে আদালতে আবেদন করে এস আলম গ্রুপ।

দ্বিতীয় একটি আবেদনে, রুল বিচারাধীন অবস্থায় এস আলম গ্রুপ–সম্পর্কিত স্বতঃপ্রণোদিত রুল নিয়ে ভবিষ্যতে ডেইলি স্টার কর্তৃপক্ষ, সৈয়দ সায়েদুল হক ও অন্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম যাতে সাক্ষাৎকার, মন্তব্য ও মতামত না দেয়, সে জন্য নির্দেশনা চাওয়া হয়।

এস আলম গ্রুপের এই আবেদনের ওপর আগামী সপ্তাহে হাইকোর্টের একই বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান ব্যারিস্টার সুমন।

Comments

The Daily Star  | English

Maayer Daak finds a place in school text

Eighth grade English for Today includes chapter on Women’s Role in Uprising

5h ago