ভরা সভায় ওয়ার্ড মেম্বারকে লাথি মারলেন চেয়ারম্যান

বীরগঞ্জের নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাতৃত্বকালীন ভাতা বণ্টনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ভরা সভায় এক ওয়ার্ড সদস্যকে লাথি মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে ওয়ার্ড সদস্য আবু হানিফ জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন।

আবু হানিফ গণঅধিকার পরিষদের দিনাজপুর শাখার যুগ্ম-সদস্য সচিব। তার দলের সভাপতি নুরুল হক এই ঘটনার নিন্দা জানিয়েছেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নিজপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহী। চেয়ারম্যান আনিসুর রহমান ও ওয়ার্ড সদস্যদের সঙ্গে বৈঠকও করেন ইউএনও।

ইউএনও চলে যাওয়ার পরও বৈঠক অব্যাহত থাকে। এক পর্যায়ে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবু হানিফ মাতৃত্বকালীন ভাতা বিতরণে অসঙ্গতির অভিযোগ তোলেন। এতে চেয়ারম্যান আনিসুর রহমান তাকে গালিগালাজ করেন এবং এক পর্যায়ে তিনি চেয়ার ছেড়ে আবু হানিফের ওপর ঝাঁপিয়ে পড়ে লাথি মারেন।

এই ঘটনার একটি ভিডিও ক্লিপ দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।

ভুক্তভোগী ওয়ার্ড সদস্য দ্য ডেইলি স্টারকে বলেন, চেয়ারম্যান সম্প্রতি মাতৃত্বকালীন ভাতার জন্য ২৭৭ জন নারীর তালিকা তৈরি করেছেন। অভিযোগ আছে, ভাতা পাওয়ার যোগ্য নন এমন শতাধিক নারীর নাম ওই তালিকায় আছে। এই তালিকার ব্যাপারে আমি সম্মতি দেইনি।

এ কারণেই চেয়ারম্যান তাকে প্রকাশ্য সভায় লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে চেয়ারম্যান আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শনিবার বিকেলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহী জানান, ওয়ার্ড মেম্বার আবু হানিফ জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে তদন্তের জন্য আমি আজ ঘটনাস্থলে গিয়েছিলাম।

তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago