খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি | ছবি: /স্টার

বিএনপি আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার, বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে গোডাউন রোড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, 'সরকার উসকানিমূলক প্রপাগাণ্ডা ছড়িয়ে আমাদের বিশৃঙ্খল করার চেষ্টা করছে কিন্তু লাভ হবে না। শেখ হাসিনার পতনের আন্দোলনে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। শেখ হাসিনার পতন নিশ্চিত করেই গণতন্ত্র নিশ্চিত করব। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবো।'

Comments