মার্কিন কংগ্রেসের ২ সদস্যের সঙ্গে বিএনপি নেতা এ্যানির বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসবভবনের সামনে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেসের ২ সদস্যের সঙ্গে বিএনপির পক্ষ থেকে বৈঠক করেছেন দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ রোববার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসবভবনে মার্কিন কংগ্রেসের সদস্য রিপাবলিকান রিচ ম্যাকরমিক ও ডেমোক্র্যাট এড কেইসের সঙ্গে এই বৈঠক হয়।

বৈঠক শেষে এ্যানি সাংবাদিকদের বলেন, 'আমাদের দলের পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, তাই দলের পক্ষে থেকে এসেছি। যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেসব বিষয় আমার দলকে জানাব।'

তিনি আরও বলেন, 'আমরা সবসময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। গত কয়েকটি নির্বাচন একদলীয় নির্বাচন হয়েছে, ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি। আমরা আশাবাদী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ নির্বাচন হবে।'

Comments