বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’র কনসার্ট

সবার আগে বাংলাদেশ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করেছে 'সবার আগে বাংলাদেশ'।

আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে 'সবার আগে বাংলাদেশ'র আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'গত ১৫-১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।'

'বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে, নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হবো। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হবে,' বলেন তিনি।

কনসার্টে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

এছাড়া, গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

দেশীয় সংস্কৃতি রক্ষার প্রত্যয় নিয়ে আজ মঙ্গলবার আত্মপ্রকাশ ঘটল 'সবার আগে বাংলাদেশ' সংগঠনের।

এ্যানি বলেন, 'সবার আগে বাংলাদেশ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।'

তিনি আরও বলেন, 'আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হলো।'

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago