মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ

মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ
মানিকগঞ্জে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি | ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে মানিকগঞ্জে জেলা বিএনপি।

আজ শনিবার দুপুরে শহরের বেউথা সেতু এলাকা থেকে পদযাত্রা নিয়ে বের হয়ে নেতাকর্মীরা এলজিইডি অফিসের সামনে গেলে পুলিশ বাধা দেয় বলে জানিয়েছেন তারা। পরে সেখানেই বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক  ছাত্রনেতা গোলাম কিবরিয়া সাঈদসহ অনেকে।

মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ
মানিকগঞ্জে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি | ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, 'বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ পদযাত্রা বের করেছি। কিন্তু এই সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ দিয়ে বাধা দিচ্ছে।'

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আপনাদের সময় ঘনিয়ে এসেছে। এ দেশের মানুষ আপনাদের আর চায় না। আপনারা যদি ক্ষমতা না ছাড়েন তাহলে দেশের মানুষ আপনাদের টেনে-হিঁচড়ে নামাবে।'

জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিএনপি নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি শহরের এলজিইডি পর্যন্ত পদযাত্রা করার অনুমতি নিয়েছিল। সেখানে তাদের সমাবেশ করার কথা ছিল না। তবুও তারা ব্যস্ততম রাস্তা অবরোধ করে সমাবেশ করেন। তাদের কোনো বাধা দেওয়া হয়নি।'

অনুমতির বিষয়ে প্রশ্ন করা হলে আফরোজা খান রিতা বলেন, 'এলজিইডি অফিস পর্যন্ত অনুমতি নেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে পদযাত্রা নিয়ে ফিরে আসতে চাইলে পুলিশ আমাদের বাধা দেয়।'

Comments

The Daily Star  | English

Bus electrocution in Gazipur: 3 IUT students die, 15 injured

The three students, in a panic, attempted to jump off the bus but were electrocuted after they came in contact with the electrified body of the vehicle

17m ago