কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া

Begum Khaleda Zia
খালেদা জিয়া | ফাইল ছবি

কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও জানান, আগামী সোমবার (৫ মে) খালেদা জিয়া দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তবে সোমবার কখন দেশে ফিরবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি বলে জানান তিনি।

আজ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ তথ্য জানান।

তিনি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে ম্যাডাম চার মাস যুক্তরাজ্যের প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা নেওয়া অব্যাহত রেখেছেন। প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে।'

বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছেন জানিয়ে ফখরুল বলেন, 'সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এখন দেশে ফিরে আসবেন।'

'আমরা আশা করছি, আগামী ৫ মে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, আমরা যেটা আশা করছিলাম, যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মধ্যে আবার ফিরে আসবেন।'

বিএনপি মহাসচিব বলেন, 'সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ সময়টা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের ওপর। যখনই আমরা নিশ্চিত হবো, গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবো।'

এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, রোববার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।

দলীয় প্রধান ও সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি সভা করেছে বলে জানান তিনি।

দেশের জনগণ যেন সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পারে—সেই ব্যবস্থা করতে নেতাকর্মীদের এই বিএনপি নেতা আহ্বান জানান।

তিনি এক হাতে বাংলাদেশের পতাকা ও আরেক হাতে বিএনপির দলীয় পতাকা নিয়ে, যানজট সৃষ্টি না করে সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর পরামর্শ দেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ উড়োজাহাজ দিয়েছিলেন। সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যান।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago