এইচএসসি পরীক্ষা সকাল ১০টায় শুরু

চট্টগ্রামে শুরু ২৭ আগস্ট
এইচএসসি পরীক্ষা ২০২৩
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।

আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুসারে আজ শিক্ষার্থীরা বাংলা প্রথম পর্বের পরীক্ষা দেবেন।

বাংলা দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে আগামী ২০ আগস্ট।

সেদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে দুপুর ১টা পর্যন্ত।

রুটিন অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা হলে আসন নিতে বলা হয়েছে।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

গত এপ্রিলে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এবারের এইচএসসি পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রমে হবে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

57m ago