নারায়ণগঞ্জ

কেন্দ্রে ফ্যান খুলে পড়ে এইচএসসি পরীক্ষার্থী আহত

Narayanganj Map
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ কক্ষে চলন্ত একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে যায়। এতে এক পরীক্ষার্থী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত ফাল্গুনী আক্তার ঈশা আদমজীনগর এম ডব্লিউ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে।

সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ১০টায় ওই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে যায়। এসময় পাখার আঘাতে ওই পরীক্ষার্থীর গাল কেটে যায়।'

'পরে ওই পরীক্ষার্থীকে সাইনবোর্ডের প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। সে এখন সুস্থ', বলেন ওসি।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

7h ago