শেয়ারবাজারে সূচকের বড় পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই,

দেশের ২ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  আজ সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ১২৪ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস প্রায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৪৮টির কমেছে এবং ২২৩টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৪২৫ কোটি ৫১ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ১৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ৫৪টির অপরিবর্তিত আছে। সিএসইতে ১২ কোটি ২৯ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

 

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

3h ago