ডেঙ্গু বৃদ্ধির কারণ প্রাকৃতিক ভারসাম্যহীনতা: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু বৃদ্ধির কারণ
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ডেঙ্গু প্রকট আকার নেওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক ভারসাম্যহীনতাকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

আজ রোববার দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজে আয়োজিত 'দেশের সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ' কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আজকে যে ডেঙ্গু এত বৃদ্ধি পেল, এটা কিন্তু প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে। এখানে যে অতি বৃষ্টি হচ্ছে, এটা একটা কারণ ডেঙ্গু বৃদ্ধির। গরম একটি বড় কারণ। বৃষ্টি শেষ হলে গরম। পৃথিবীর সব জায়গায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।'

তিনি বলেন, 'যদি গরম হয়, বৃষ্টি হয় এবং পানি যদি জমে থাকে, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয়, স্প্রে যদি আমরা ভালো না করতে পারি তাহলে এডিস মশা বাড়বেই। এডিস মশা যদি বাড়ে তাহলে কামড়াবেও বেশি এবং তখন ডেঙ্গুতে আক্রান্তও হবে লোকে বেশি। কাজেই প্রাকৃতিক ভারসাম্য; গাছপালা যদি না রাখতে পারি তাহলে বিভিন্ন ধরনের অসুখ যে হচ্ছে এগুলো বাড়বে।'

স্বাস্থ্য খাত অনেক এগিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, 'স্বাস্থ্য সেবায় ৫ বছর, তার আগে ৫ বছর আমরা কাজ করেছি। অনেক এগিয়ে গেছে স্বাস্থ্য সেবা। আমাদের সময় কোভিড এলো। কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান এবং বিশ্বে পঞ্চম স্থান পেল। এটা এমনি এমনি হয়নি। কোনো জাদুতে হয়নি। কাজ করেছি। স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে মেডিকেল ইউনিভার্সিটি পর্যন্ত সবাই কাজ করেছে।'

Comments

The Daily Star  | English

2 sections of quick rental law unconstitutional: HC

The High Court also directed the government to make all the power plants fully operational

20m ago