‘আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে’
যুক্তরাষ্ট্রে বড় ছেলে আব্রামকে নিয়ে ঘুরে বেড়ানোর পর এবার ছোট ছেলে শেহজাদকে নিয়ে বেড়াতে যাওয়ার বিষয়ে কথা বললেন শাকিব খান।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। গত ৪ জুলাই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
১ মাস ৫ দিন পর ঢাকায় ফিরে ছেলেদের সম্পর্কে শাকিব খান বলেন, 'গত মাসে আমার বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদের জন্য সবসময় আমার ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।'
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শাকিব খান কথা বলেছেন তার সিনেমা 'প্রিয়তমা' নিয়েও।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই "প্রিয়তমা" চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।'
শিগগির প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করবেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার নাম 'দরদ'।
Comments