ঢালিউডের পর্দায় রবি ঠাকুরের যত গল্প 

রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছে। তার লেখা গল্প ও উপন্যাস অবলম্বনে ঢালিউডেও নির্মিত হয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা। তার গল্প বা উপন্যাস অবলম্বনে এদেশে অসংখ্য নাটকও তৈরি হয়েছে। 

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে চলুন দেখে নিই ঢাকাই সিনেমার পর্দায় তার কোন কোন গল্প জীবন্ত হয়েছে: 

চাষী নজরুল ইসলামের রবীন্দ্র নির্মাণ

গুণী পরিচালক চাষী নজরুল ইসলাম সাহিত্যনির্ভর চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। তার ছবি অনুপ্রাণিত হয়েছে রবি ঠাকুরের সাহিত্য থেকেও।

শাস্তি (২০০৪): রবীন্দ্রনাথের ছোটগল্প 'শাস্তি' অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন এই ছবি দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন, চম্পা প্রমুখ।

এই সিনেমা নিয়ে অভিনেত্রী পূর্ণিমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সবার মতো আমাকেও টানে। 'শাস্তি' ছবিটি সবার ভালোবাসা ও প্রশংসা পেয়েছিল।'

সুভা (২০০৫): এই ছবিটিও একই নামে রবীন্দ্রনাথের একটি ছোটগল্প অবলম্বনে নির্মিত। ইমপ্রেস টেলিফিল্মসের এই নাট্য চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন পূর্ণিমা, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানও। ছবিতে পূর্ণিমার বোবা মেয়ের চরিত্রায়ন দর্শকদের বিশেষভাবে নাড়া দেয়। 

'সুভা' চরিত্রে অভিনয় নিয়ে পূর্ণিমা বলেন, 'সুভা একজন বোবা মেয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা একটি গল্প। তার ওপর পরিচালক চাষী নজরুল ইসলাম। সব মিলিয়ে 'সুভা' আমার জন্য বিশেষ একটি সিনেমা ছিল।'

অন্যান্য পরিচালকের রবীন্দ্রসাহিত্য নির্ভর কাজ

কাবুলিওয়ালা (২০০৬): রবীন্দ্রনাথের পাঠকনন্দিত ও বহুল আলোচিত গল্প 'কাবুলিওয়ালা' নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন গুণী পরিচালক কাজী হায়াৎ। এতে কাবুলিওয়ালা চরিত্রে অভিনয় করে সব মহলের প্রশংসা কুড়ান প্রয়াত নায়ক মান্না। ছবিতে মিনি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন শিশুশিল্পী প্রার্থনা দীঘি।

এই ছবি নিয়ে দীঘি বলেন, 'আমার অভিনয় জীবনে কিছু কাজ ব্যাপকভাবে মানুষের ভালোবাসা দিয়েছে। তেমনি 'কাবুলিওয়ালা' সিনেমার মিনি চরিত্রটিও খুব পছন্দের কাজ। এখনো অনেকেই সিনেমাটির কথা বলেন।'

চারুলতা (২০১২): রবীন্দ্রনাথের আলোচিত গল্প 'নষ্টনীড়' অবলম্বনে 'চারুলতা' নামে চলচ্চিত্রটি পরিচালনা করেন সাইফুল ইসলাম মান্নু। এতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, সজল, কুমকুম হাসান, শহিদুল আলম সাচ্চু, মিতা নূর প্রমুখ।

এই ছবি নিয়ে সজল বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' আমার প্রিয় একটি গল্প। সেই গল্প থেকে যখন 'চারুলতা' নামে সিনেমা হলো এবং আমার অভিনয় করার সুযোগ হলো, এটি অত্যন্ত আনন্দের খবর। সাহিত্যনির্ভর গল্পের প্রতি সবসময় আমার দুর্বলতা কাজ করে।'

অবুঝ বউ (২০১০): রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির পরিচালক নারগিস আক্তার। ছবিতে ববিতা ও ফেরদৌসের পাশাপাশি অভিনয় করেছেন শাকিল খান, নিপুণ, ওয়াহিদা মল্লিক জলি, প্রিয়াংকা প্রমুখ।

অভিনেত্রী ববিতা বলেন, 'সাহিত্যনির্ভর চলচ্চিত্র সবসময়ই আমাকে টেনেছে, ভীষণভাবে টেনেছে। নারগিস আক্তার পরিচালিত 'অবুঝ বউ' সিনেমায় বেশ আগে অভিনয় করেছিলাম। কাজটি করে ভালো লেগেছে।'

তুমি রবে নীরবে (২০১৭): রবীন্দ্রনাথের 'দুই বোন' গল্প অবলম্বনে 'তুমি রবে নীরবে' চলচ্চিত্রটি নির্মাণ করেন মাহবুবা ইসলাম সুমী। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, ভাস্বর চ্যাটার্জি প্রমুখ।

হঠাৎ দেখা (২০১৭): বিশ্বকবির জনপ্রিয় কবিতা 'হঠাৎ দেখা' অবলম্বনে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এই সিনেমা। এতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, দেবশ্রী রায়সহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

5h ago