সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ সন্তানসহ বাংলাদেশি নিহত

নিহত মোবাররক শেখ, তার মেয়ে মাহিয়া ও ছেলে তানজিল আবদুল্লাহ মাহি। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একটি পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের আরও ২ জন।

গতকাল শনিবার মক্কা থেকে ওমরাহ শেষে দাম্মামে ফেরার পথে আল কাসিম এলাকায় দুর্ঘটনায় পড়েন তারা।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস উইং) মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার মোবাররক শেখ (৪৬), তার ছেলে তানজিল আবদুল্লাহ মাহি (১৭) ও ছোট মেয়ে মাহিয়া (১৩)। তারা সৌদি আরবের দাম্মামের বাসিন্দা।

আহতরা হলেন মোবাররকের স্ত্রী আফরোজা বেগম ওরফে সিমা (৩৬) ও মেয়ে মিথিলা আক্তার মীম (২০)।

দূতাবাস ও প্রবাসী সংগঠক সূত্রে জানা গেছে, ওমরাহ শেষে নিজেই গাড়ি চালিয়ে পরিবারের সবাইকে নিয়ে দাম্মামে ফিরছিলেন মোবাররক। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আল কাসিম এলাকায় পেছন থেকে একটি গাড়ি মোবাররকের গাড়িকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোবাররক, তানজিল ও মাহিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় আফরোজা ও মিথিলাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন সেখানে চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে, ২৫ বছর ধরে সৌদি আরব প্রবাসী মোবাররক দাম্মাম শহরে ওয়ার্কশপের ব্যবসা করতেন। সেখানেই পরিবার নিয়ে থাকতেন।

মোবাররকের ভাই রায়হান শেখ জানান, গত বুধবার রাতে ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল তার। শনিবার বিকেল ৩টার দিকে সৌদি আরব থেকে পরিচিত একজন এ ঘটনার কথা জানান তাদের।

মোবাররকের বাবা মোহাম্মদ আলী বলেন, 'আমার ছেলে ও তার ২ সন্তানের মরদেহ দেশে এনে দাফন করতে চাই। এ ব্যাপারে আমি সরকারের সাহায্য চাই।'

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago