এবারের আমেরিকা ট্যুর আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে: অপু বিশ্বাস

Apu Biswas
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে কলকাতায় আছেন। কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অপু বিশ্বাস প্রযোজিত সিনেমা 'লাল শাড়ি' প্রদর্শিত হচ্ছে।

এদিকে সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ২ সপ্তাহ যুক্তরাষ্ট্র ঘুরে সরাসরি কলকাতায় গেছেন তিনি। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে অপু বিশ্বাসকে। শাকিব–অপুর ভক্তদের মাঝে বিষয়টি বেশ সাড়া ফেলেছে।

মোবাইলে দ্য ডেইলি স্টারের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

তিনি বলেন, 'আজ বিকেল ৩টায় কলকাতার নন্দনে দর্শকরা লাল শাড়ি সিনেমাটি দেখতে পারবেন। কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা নিয়ে আসতে পেরেছি এ জন্য আমি অনেক খুশি। দর্শকদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। কলকাতায় এসেই ব্যস্ত সময় পার করছি। গতকাল লালশাড়ি নিয়ে প্রেস মিট ছিল সফলভাবে তা সম্পন্ন হয়েছে।'

অপু বিশ্বাস আরও বলেন, 'লাল শাড়ি দিয়ে কলকাতার দর্শকদের মন জয় করতে চাই। আমার দেশে সিনেমাটি প্রশংসিত হয়েছে। মানুষের ভালোবাসা অর্জন করেছে। কলকাতার দর্শকদের সঙ্গে আজ বিকেলে সিনেমাটি দেখব।'

যুক্তরাষ্ট্রে ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে শাকিব খান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, 'এই ট্যুরটি আমার ছেলে জয়ের জন্য অনেক বড় বিষয়। জয়ের ছেলেবেলার স্মৃতিতে এটি গেঁথে থাকবে। সে দারুণ খুশি। জয়ের স্কুলের বন্ধুরা দেশ-বিদেশ ট্যুর নিয়ে বিভিন্ন গল্প করে। এখন জয়ও সেই গল্প করতে পারবে। ছেলের খুশিতে আমিও খুশি।'

'এবারের আমেরিকা ট্যুর আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। জয়ের জন্য যেহেতু স্মরণীয়, আমার জন্যও স্মরণীয়,' বলেন তিনি।

শাকিব খানের সঙ্গে এক হওয়ার বিষয়ে জানতে চাইলে অপু বলেন, 'এটা নিয়ে কিছু বলতে চাই না। ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনতে চাই না। শুধু কাজ নিয়েই কথা বলতে চাই। ওগুলো এখন সামনে আনতে চাই না।'

শাকিব খানের সঙ্গে নতুন কোনো সিনেমার জন্য জুটি বাধার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে অপু বলেন, 'এটা তো আমার একার বিষয় নয়। এখানে পরিচালক ও প্রযোজকের একটি বিষয় আছে। সিনেমা একটি টিমওয়ার্ক। সময় বলে দেবে হবে কি না।'

সুদূর আমেরিকায় দুই সপ্তাহ কাটানোর সময় পুত্র জয়কে বাবা শাকিব খান নানাকিছু উপহার দিয়েছেন। অপু বিশ্বাসের শাকিব খান কী উপহার দিয়েছেন? হাসি দিয়ে অপু বিশ্বাস বলেন, 'এটা একান্তই ব্যক্তিগত বিষয়।'

সম্প্রতি আপনি শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন বাবা-মার পর আপনার ক্যারিয়ারে এই নায়কের অবদান বেশি। বিষয়টি সামনে আনতেই অপু বিশ্বাস তা স্বীকার করে নেন। তিনি বলেন, 'বিষয়টি সত্য বলেই লিখেছি। এক বিন্দুও মিথ্যা না। এটা সবসময়ই বলব।'

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

32m ago