একবাক্যে তাকে ঘৃণা করি: বুবলি প্রসঙ্গে অপু বিশ্বাস

বুবলি ও অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনই  শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারা দুজনই এই চিত্রনায়কের সন্তানের মা। 

তবে দুই নায়িকাই বিভিন্ন সময়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একে অপরকে নিয়ে মন্তব্য করেছেন। 

বুবলিকে পছন্দ করেন না অপু বিশ্বাস। তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে। বুবলিকে 'ঘৃণা' করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। 

ওই অনুষ্ঠানে বুবলি প্রসঙ্গে প্রশ্ন করলে অপু বিশ্বাস বলেন, 'উনাকে ঘৃণা করি আমি। আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি। ইংরেজিতে "হেট" বললে আরও স্মার্ট হয়।'

'উনার (বুবলি) নাম নিতে ব্যক্তিত্বে বাধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। উনাকে আমি ঘৃণা করি,' বলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় ও বুবলির ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ে। মাঝেমাঝেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। 

স্কুলে বুবলি বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এ প্রশ্নের জবাবে সেই অনুষ্ঠানে অপু বলেন, 'এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি। জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো।'

'জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি,' যোগ করেন অপু বিশ্বাস।

Comments