প্রশান্ত মহাসাগর থেকে ২ মাস পর নাবিক ও তার কুকুর উদ্ধার

টিম শ্যাডক ও তার কুকুর বেলা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান নাবিক টিম শ্যাডক পোষা কুকুর বেলাকে নিয়ে এপ্রিলে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশে মেক্সিকো ত্যাগ করেন। 

কয়েক সপ্তাহ পরে ঝড়ে তাদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। প্রশান্ত মহাসাগরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন শ্যাডক।

চলতি সপ্তাহে একটি হেলিকপ্টার তাদের দেখতে পায়। পরে তাদের উদ্ধার করা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

এই ২ মাস প্রশান্ত মহাসাগরে কাঁচা মাছ খেয়ে এবং বৃষ্টির পানি পান করে তারা টিকে আছেন। 

নাবিক শ্যাডকের চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।

তাদের উদ্ধার করা ট্রলারে থাকা ওই চিকিৎসক অস্ট্রেলিয়ার নাইন নিউজকে বলেন, নাবিকের শরীর স্বাভাবিক আছে।

এপ্রিলে শ্যাডক মেক্সিকোর লা পাজ শহর থেকে ৬ হাজার কিলোমিটারের ওই যাত্রা শুরু করেছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার জাহাজের ইলেকট্রনিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তারা আটকা পড়েন প্রশান্ত মহাসাগরে।

অবশেষে দুই মাস পরে যখন তাদের মেক্সিকো উপকূলে পাওয়া গেল, ততদিনে তিনি অনেকটাই শুকিয়ে গেছেন এবং তার দাড়ি বড় হয়ে গেছে।

নাইন নিউজের পাওয়া একটি ভিডিওতে ওই নাবিককে বলতে শোনা যায়, 'আমি সমুদ্রে কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছি। দীর্ঘদিন সমুদ্রে একা ছিলাম। তাই এখন আমার শুধু বিশ্রাম আর ভালো খাবার দরকার। এছাড়া আমি ভালোই আছি।'

নৌকার মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল বলে জানান তিনি।

নৌকার ছাউনির নীচে থেকে তিনি রোদের হাত থেকে রক্ষা পেয়েছেন।

উদ্ধারের পরপরই তাকে হাসতে দেখা যায়। অল্পকিছু খাবারও খেতে পারছেন তিনি।

তাকে উদ্ধার করা ট্রলারটি এখন মেক্সিকোতে ফিরে যাচ্ছে। সেখানে তার মেডিকেল পরীক্ষা হবেন এবং প্রয়োজন হলে আরও চিকিত্সা দেওয়া হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

11m ago