নেতানিয়াহুর মোমের মূর্তি লাল রঙে রাঙিয়ে ধ্বংস

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছেন অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। ছবি: ইন্সটাগ্রাম থেকে স্ক্রিনশট
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছেন অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। ছবি: ইন্সটাগ্রাম থেকে স্ক্রিনশট

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির এক জাদুঘরে রাখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছেন অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। 

আজ বুধবার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মূর্তিটিকে লাল রঙে রাঙিয়ে সেটার ওপর হাতুড়ি নিয়ে চড়াও হচ্ছেন।

এ সময় মূর্তির পায়ের কাছে একটি ফিলিস্তিনি পতাকা পড়ে থাকতে দেখা যায়।

তারপর ক্যামেরার সামনে ওই ব্যক্তি বলেন, 'দীর্ঘজীবী হোক ফিলিস্তিন, দীর্ঘজীবী হোক সুদান, দীর্ঘজীবী হোক ইয়েমেন, দীর্ঘজীবী হোক পুয়ের্তো রিকো।'

বিডিএস মেক্সিকো এই ঘটনার আরেকটি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর সঙ্গে যুক্ত বার্তায় ওই ব্যক্তি লিখেছেন, 'এই যুদ্ধাপরাধীকে (নেতানিয়াহু) নির্মূল করা আমার নৈতিক দায়িত্ব, কারণ মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়াম (মোমের জাদুঘর) তার মূর্তিকে ৪০ হাজার ফিলিস্তিনির রক্তে রাঙাতে ভুলে গেছে।'

'আমি ইহুদিদের আলিঙ্গন করেই এই কাজ করছি, কারণ আমি তাদেরকে খুবই ভালোবাসি। তাদের পরিচয়কে এসব গণহত্যাকারী (মানুষ) ছিনিয়ে নিয়েছে', যোগ করেন তিনি।

নেতানিয়াহুকে 'মৃত্যু্দূত' বা গ্রিম রিপার সাজিয়ে কাট আউট তৈরি করেছেন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স
নেতানিয়াহুকে 'মৃত্যু্দূত' বা গ্রিম রিপার সাজিয়ে কাট আউট তৈরি করেছেন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

ওই ব্যক্তি আরও বলেন, 'এ ধরনের যুদ্ধাপরাধীদের আমাদের শহরে স্বাগত জানানো হবে না।'

শেষ বার্তায় তিনি লেখেন, 'সামগ্রিকভাবে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। সাম্রাজ্যবাদের মৃত্যু হোক।'

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

1h ago