ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল৷

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার অলিপুরা এলাকা থেকে মরদেহ উদ্ধারের কথা জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁ স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার৷

পানিতে ডুবে মৃত কিশোর মো. সিয়াম (১৫) সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে৷

স্থানীয় ও কিশোরের স্বজনরা জানান, উপজেলার অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সাথে গোসলে নামে সিয়াম৷ শুক্রবার দুপুর ১২টার দিকে সে নদের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়৷ বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্বজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷

ডুবুরি দল পাঁচ ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ কিশোরের খোঁজ পায়নি বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁ স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার৷

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে৷ সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে৷ তবে নিখোঁজ কিশোরের কোনো খোঁজ মেলেনি৷ আজ সকাল ৮টায় পুনরায় উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস৷ ৯টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷

নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সুজন কুমার৷

Comments

The Daily Star  | English

Bangladesh thriving in meat, fish production

Bangladesh is now in a comfortable position in fish and meat production, bringing comfort to the government in ensuring food security.

9h ago