উপকূলে আনা হলো ডুবে যাওয়া সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ

ছবি: রয়টার্স

ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন বিস্ফোরণে ৫ জন নিহত হওয়ার পর প্রথমবারের মতো ওই সাবমেরিনটির কিছু অংশ উদ্ধার করে উপকূলে আনা হয়েছে।

বুধবার কানাডার সেন্ট জনসে হরাইজন আর্কটিক জাহাজ থেকে সাবমেরিন টাইটানের ধাতব ধ্বংসাবশেষ নামানো হয়ে।

ছবিতে দেখা গেছে, ত্রিপল দিয়ে মোড়ানো সাবমেরিনটির ধাতব টুকরোগুলো ক্রেন দিয়ে নামিয়ে ট্রাকে তোলা হচ্ছে।

ছবি: রয়টার্স

ইউএস কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেছেন, ধ্বংসাবশেষের মধ্যে সাবমেরিনটির ল্যান্ডিং ফ্রেম এবং পেছনের কাভার পাওয়া গেছে।

১৯১২ সালে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজটি দেখতে গিয়ে সাবমেরিনটিতে থাকা ৫ জনই মারা যান। উত্তর আটলান্টিকের ৩ হাজার ৮০০ মিটার (১২ হাজার ৫০০ ফুট) গভীরতায় ঘটনাটি ঘটে।

সাবমেরিনটি নির্মাণে দুটি টাইটানিয়াম এন্ড ক্যাপ এবং সেগুলোর মধ্যে একটি কার্বন ফাইবার সিলিন্ডার যুক্ত করা হয়।

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উপকূলে আনা ধ্বংসাবশেষের মধ্যে দেখা গেছে, সাবমেরিনটির জানালাসহ পোর্টহোল খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া উভয় প্রান্তের ক্যাপ, সেইসঙ্গে ল্যান্ডিং লেগস এবং এন্ড ইকুইপমেন্টস নেই।

 

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago