দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় মাত্র ২ দিনের ব্যবধানে সন্ত্রাসীদের গুলিতে আরও এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত বাংলাদেশির নাম ফখরুল ইসলাম রিগান (৩৫)। তার বাড়ি নোয়াখালীর কবিরহাটে।
গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার বুসাবেলোতে ফখরুলের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের সোয়েটো শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের দীঘিরপাড় এলাকার বাসিন্দা মো. হারুনুর রশিদ।
মাত্র দুদিনের ব্যবধানে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় নোয়াখালীর আফ্রিকা প্রবাসীদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার গুলিতে নিহত ফখরুল উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
তার ভাই ফাহিম মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ফখরুল। গতকাল সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কিনে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, 'রিগানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনতে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।'
তাজুল ইসলামের দুই ছেলে এক মেয়ের মধ্যে রিগান ছিল সবার বড়। বাড়িতে তার স্ত্রী ও ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
Comments