ঈদের ছুটিতে বন্দরের কাস্টম সেবা চালু রাখার নির্দেশ

এনবিআর, জাতীয় রাজস্ব রোর্ড, ঈদুল আজহা,

ঈদের ছুটিতে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) কাস্টম হাউস/স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)।

গতকাল বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) মো. পারভেজ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারকেও এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট সকল বাণিজ্যিক ব্যাংককে বিষয়টি অবহিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এফবিসিসিআই প্রেসিডেন্টকে তার ফেডারেশনভুক্ত সব চেম্বারকে বিষয়টি জানানো অনুরোধ করা হয়েছে এনবিআরের বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

4h ago