আমাদের দেশে বৃক্ষ বাঁচিয়ে উন্নয়নকাজের চিন্তাধারা নেই: পরিবেশ উপমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য অনেক হলেও, সে তুলনায় তার মন্ত্রণালয়ের সাফল্য কম।

তিনি বলেছেন, দেশে বিভিন্ন উন্নয়ন কাজের জন্য কোনো না কোনোভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে হাবিবুন নাহার এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমাদের মন্ত্রণালয়ের বন অধিদপ্তর বনায়নের জন্য বেশকিছু এগিয়েছে। কিন্তু পিছিয়েও যেতে হয় আমাদের অনেক উন্নয়ন কাজের জন্য। সেটা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগতভাবে হোক, যে কোনো উন্নয়ন কাজের জন্য কোনো না কোনোভাবে বৃক্ষনিধন হচ্ছে।'

হাবিবুন নাহার বলেন, 'পৃথিবীর অনেক দেশেই উন্নয়নকাজ করতে হলে বৃক্ষকে বাঁচিয়ে রেখে করে। কিন্তু আমাদের দেশে সেই চিন্তাধারা নেই।'

'পরিবেশের কথা বলতে গেলে কষ্ট পেতে হয়' উল্লেখ করে পরিবেশ উপমন্ত্রী বলেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সরকারকেও স্মার্ট হতে হবে, জনগণকেও স্মার্ট হতে হবে।'

Comments