বাঁশখালীতে অনুমতি ছাড়া শতাধিক গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান

ইউক্যালিপটাস ও আকাশমনি প্রজাতির গাছগুলো কেটে ফেলা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অনুমতি ছাড়া অন্তত ১০০টি গাছ কেটেছেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন।

অনুমতি ছাড়া কাটায় আজ মঙ্গলবার সকালে গাছগুলোর ১৮০টি টুকরো জব্দ করেছে বন বিভাগ।

কেটে ফেলা গাছগুলো ইউক্যালিপটাস ও আকাশমনি প্রজাতির বলে জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালীপুর রেঞ্জের পুকুরিয়া বিটের কর্মকর্তা মোহাম্মদ আশরাফ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আইন অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন ভূমি থেকে গাছ কাটার আগে বন বিভাগের অনুমতি নিতে হবে। কিন্তু তিনি (চেয়ারম্যান) সেটি করেনি। তাই গাছগুলো জব্দ করে সেগুলো এক ইউপি সদস্যের জিম্মায় রেখেছি।'

অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই বন কর্মকর্তা বলেন, 'যে জমি থেকে গাছগুলো কাটা হয়েছে সেই জমির মালিকানা নিয়ে জটিলতা আছে। চেয়ার‌ম্যান নিজের জমি দাবি করে গাছগুলো কেটেছেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত।'

এদিকে চেয়ারম্যান আসহাব উদ্দীন গাছগুলো কাটার আগে অনুমতি নিয়েছেন বলে দাবি করেছেন।

আসহাব উদ্দীন ডেইলি স্টারকে বলেন, 'আমার নামে খতিয়ানভুক্ত জায়গা থেকে গাছগুলো কেটেছি এবং কাটার আগে আমি অনুমতি নিয়েছি।'

তার নামে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে বন কর্মকর্তা মোহাম্মদ আশরাফ বলেন, 'অনুমতির কোনো কাগজপত্র দেখাতে পারেনি চেয়ারম্যান। তাই গাছগুলো জব্দ করেছি।' 

পুকুরিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'ওই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। চেয়ারম্যান প্রভাব বিস্তার করে সেগুলো দখলে নিয়ে ভোগ করছেন। তিনি (চেয়ারম্যান) দীর্ঘদিন ধরে ওই জমিতে থাকা গাছ কেটে পরিবেশের ক্ষতি করছেন।'

Comments

The Daily Star  | English
KUET attack

Protests spill over to other campuses after Kuet attack

Anti-Discrimination Student Movement leaders issue ultimatum at DU; protests held at CU, JU, RU, and JnU

7h ago