সাংবাদিক নাদিম হত্যা

৪ দিনেও গ্রেপ্তার হননি বাবু চেয়ারম্যানের ছেলে, পিস্তল হাতে ছবি ভাইরাল

ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে রিফাতের পিস্তল হাতে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়েছে। ছবি: সংগৃহীত

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ৪ দিন পার হলেও মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতকে এখনো গ্রেপ্তার করা হয়নি। 

মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে রিফাত উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। নাদিম হত্যার ঘটনায় মামলা হওয়ার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

তবে এর মধ্যেই পিস্তল হাতে রিফাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ছবিটি আগের হলেও, সম্প্রতি সেটি ফেসবুকে আবারও দেখা যাচ্ছে।

গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের কাছে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলার সময় রিফাত তার মাথায় ইট দিয়ে আঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম।

এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার নাদিমের স্ত্রী মনিরা বেগমের করা মামলার মামলার মূল আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু এবং দুই নম্বর আসামি রিফাত।

স্থানীয়রা জানান, বাবার মতো রিফাতও মাদক চোরাকারবারি, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। 

নাদিমকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রিফাতের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।'

অস্ত্রহাতে ছবির বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি দেখেছি। তাকে গ্রেপ্তার করার পর অস্ত্র পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

5m ago