মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোর সাংবাদিক ও সাবেক সরকারি কর্মকর্তা মার্কো অরেলিও রামিরেজ (৬৩)। ছবি: মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যম থেকে সংগৃহীত।
মেক্সিকোর সাংবাদিক ও সাবেক সরকারি কর্মকর্তা মার্কো অরেলিও রামিরেজ (৬৩)। ছবি: মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যম থেকে সংগৃহীত।

মেক্সিকোর পুয়েবলা অঞ্চলে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কো অরেলিও রামিরেজ (৬৩) নামের ওই সাংবাদিক এক সময় সরকারি কর্মকর্তা ছিলেন।

আজ বুধবার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রামিরেজ তেহুয়াকান শহরের বাসা থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। তিনি কয়েক দশক ধরে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) মেক্সিকো শাখা জানিয়েছে, সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করার সময় রামিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারে অবদান রেখেছেন।

গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় নিয়োজিত এই বেসরকারি প্রতিষ্ঠান আরও জানায়, 'আরএসএফ দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছে, যাতে সরকারি কর্মকর্তা হিসেবে তার কার্যক্রমের কারণে, নাকি সাংবাদিকতার চর্চার কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়।'

আরএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, মেক্সিকোয় ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। বেশিরভাগ হত্যার জন্য কেউ কোনো সাজা পায়নি।

 

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

14h ago