পদ্মা সেতু

২ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ টাকা ঋণ পরিশোধ করল সেতু বিভাগ

২ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ টাকা ঋণ পরিশোধ করল সেতু বিভাগ
পদ্মা সেতু। স্টার ফাইল ছবি

পদ্মা সেতু নির্মাণে নেওয়া ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি ২ লাখ টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ।

আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক হস্তান্তর করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার সদস্য, সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ সময় উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে সরকারকে কিস্তিতে মোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪২ টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ।

এর আগে ৫ এপ্রিল টোল আদায়ের রাজস্ব থেকে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে সেতু বিভাগ।

অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়।

২০২২ সালের ২৬ জুলাই অর্থ বিভাগের সঙ্গে একটি সংশোধিত চুক্তি অনুসারে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ৩৫ বছরের মধ্যে ১৪০ কিস্তিতে (প্রতি বছর চারটি কিস্তি) মাধ্যমে ঋণ পরিশোধ করবে। যা  ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত ঋণ পরিশোধ অব্যাহত থাকবে।

২০২৩ সালের ১৫ জুন পর্যন্ত কর্তৃপক্ষ সেতুটি থেকে ৭৭৯ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা টোল আদায় করেছে।

Comments

The Daily Star  | English

Consensus key to take Bangladesh forward: Yunus

"We are now working to bring our beloved Bangladesh back onto the path of equality, human dignity, and justice," he said

1h ago