সাংবাদিক নাদিম হত্যা মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার তদন্ত শেষ হলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার রাজধানীতে এক সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।'

জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) সদ্য পদায়নকৃত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

আইনমন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, জেলহত্যা মামলা, যুদ্ধাপরাধের মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিচার সম্পন্ন করে দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।'

তিনি বলেন, '১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মামলা দায়ের এবং এর বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল।'

'দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই' বলে বিএনপির করা দাবি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে আনিসুল হক বলেন, 'বিএনপি এমনকি তাদের নেতা জিয়াউর রহমান হত্যার বিচারও করেনি।'

এর আগে সভায় আইনমন্ত্রী বলেন, 'ন্যায়বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। ন্যায়বিচার শব্দটি শান্তি, স্থিতিশীলতা, মানবাধিকার ও আইনের শাসনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যা একটি সুখী, সমৃদ্ধ ও টেকসই অর্থনীতির দেশের মৌলিক ভিত্তি।'

জেএটিআইয়ের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

Comments

The Daily Star  | English

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

15h ago