খুলে দেওয়া হলো উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট ফ্লাইওভার
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ফ্লাইওভার আজ শনিবার সকালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
টঙ্গীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের ৪ দশমিক ৫ কিলোমিটার অংশ উদ্বোধন করেন।
ফ্লাইওভার পরিদর্শন শেষে সেতুমন্ত্রী বলেন, 'পুরো বিআরটি প্রকল্পের প্রায় ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে এবং হাউস বিল্ডিং থেকে চেরাগ আলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।'
চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিস চালু হবে।
Comments