বৃহস্পতিবার রাত থেকে ২ দিন এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার পরামর্শ

বছরে ১০৫৯ কোটি টাকা ঘুষ দেন বাসমালিকরা
রাজধানীর সড়কে যানজট। স্টার ফাইল ফটো

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী ২টি লেনে আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে উন্নয়ন কাজ শুরু হচ্ছে। এ কারণে যাত্রীদের বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প কর্তৃপক্ষ।

আজ বুধবার প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ লেনের মধ্যে ২টি লেনের উন্নয়ন কাজ ১ ডিসেম্বর রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।

এতে যানজট পরিস্থিতি বিবেচনা করে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রীদের বিমানবন্দর এলাকার রাস্তা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই কারণে গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার পরামর্শ ছিল।

Comments