সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা

ফাইল ছবি/সংগৃহীত

সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে। 

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে।

ভোজ্যতেলের দাম কমেছে এবং ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।

 

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest suggested change to promotion criteria for deputy secy post

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

1h ago