ব্যস্ত ঢাকা অনেকটাই ফাঁকা

ছবিটি শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর কাকরাইল থেকে তোলা। ছবি: প্রবীর দাস/স্টার

আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। এবার ঈদে দশ দিনের লম্বা ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। তাই গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন বহু মানুষ। এতে ঢাকা শহর হয়ে গেছে অনেকটাই ফাঁকা।

ছবিটি শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল থেকে তোলা। ছবি: প্রবীর দাস/স্টার

আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট তেমন যানবাহন ছিল না, অনেকটাই ফাঁকা। ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাসে যাত্রী ছিল না।

সড়কে মানুষ ও যান চলাচল কম থাকায় কোনো যানজট চোখে পড়েনি। ফলে মানুষ খুব কময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন।

ছবিটি শুক্রবার সকালে তেজগাঁও থেকে তোলা। ছবি: প্রবীর দাস/স্টার

দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাস জানান, মোহাম্মদপুর, ফার্মগেট, তেজগাঁও, কাকরাইল, পল্টন ও মতিঝিল এলাকা ঘুরে কোনো যানজট চোখে পড়েনি। এসব এলাকার রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। সড়কে বাস চলাচল ছিল সীমিত। আবার বাসের অপেক্ষায় থাকা যাত্রীও চোখে পড়েনি।

ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: প্রবীর দাস/স্টার

তিনি বলেন, 'দুদিন আগেও যেসব এলাকায় যেতে দেড় থেকে দুই ঘণ্টা লাগত, আজ সেখানে যেতে ১৫ থেকে ২০ মিনিট লেগেছে।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

5h ago