৮ বিভাগে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি এসেছে। ছবিটি আজ শুক্রবার রাজধানীর মুগদা এলাকা থেকে তোলা। ছবি: শেখ এনাম

রাজধানী ঢাকায় ও পার্শ্ববর্তী এলাকায় স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কয়েক ঘণ্টা চলতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজ শুক্রবার সকাল ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আজ সকালে রংপুর ও দিনাজপুরে বৃষ্টি হয়েছে। বর্তমানে কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোণা, নওগাঁ, ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া রয়েছে।'

'দেশের রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত আছে। তবে দেশের সার্বিক তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে,' তিনি যোগ করেন।

এ দিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোণা ও সিলেটজেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস ছিল সৈয়দপুরে। আজ দশের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে নিকলিতে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

58m ago