চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

দুপুর দেড়টার দিকে শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি এবং সিক্সটি নাইনের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ক্যাম্পাস সূত্র জানিয়েছে, দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহ আমানত হল ও শাহ জালাল হল থেকে ছাত্রলীগের ২ গ্রুপ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে।

সিএফসি গ্রুপ শাহ আমানত হলে অবস্থান করছে। হলগুলোতে ছাত্রলীগকে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে যেতে দেখা গেছে।

চবির সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।'

এর আগে বুধবার রাতে ক্যাম্পাসে একই গ্রুপগুলোর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English

Khulna-Dhaka train service via Padma Bridge takes off

The new route via the Padma Bridge will cut travel time to just under four hours

22m ago