চবি কর্মচারীদের পরতে হবে নির্ধারিত পোশাক, না হলে ব্যবস্থা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সব কর্মচারীকে নির্ধারিত পোশাক পরিধান করে কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ নির্দেশ না মানলে কেটে নেওয়া হবে পোশাকভাতা। পেতে হবে শাস্তি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত যে সকল কর্মচারী পোশাক-পরিচ্ছদভাতা পেয়ে থাকেন তাদের আগামী ২০ এপ্রিল থেকে নিজ নিজ পদের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ পোষাক-পরিচ্ছদ পরিধান করে অফিসে উপস্থিত হওয়া এবং অফিসে অবস্থানকালীন ও দায়িত্ব পালনকালে আবশ্যিকভাবে পূর্ণাঙ্গ পোষাক-পরিচ্ছদ পরিধান করা অবস্থায় থাকার জন্যে নির্দেশ দেওয়া হলো।
এ আদেশ অমান্যকারীদের পোশাকভাতা কেটে নেওয়া এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'যারা চলতি বছর উক্ত ভাতা পাননি, তাদেরও নিজ খরচে নির্ধারিত তারিখের পূর্বে নির্ধারিত রঙ ও ডিজাইনে নিজ নিজ পোশাক তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কর্মচারীরা পোশাকভাতা পাওয়ার পরও তারা নির্ধারিত পোশাক পরিধান করেন না। আমরা বিশ্ববিদ্যালয়ে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
Comments