সেই চবি শিক্ষার্থীর 'সনদ' বাতিল হচ্ছে না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন ৯ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক লাঞ্ছনা ও সাংবাদিক হেনস্থার অভিযোগে আইন বিভাগের এক শিক্ষার্থীর 'সনদ' বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে প্রশাসন। তবে তিনি স্থায়ীভাবে বহিষ্কার থাকবেন।

এছাড়া দুই বছরের জন্য বহিষ্কৃত নয় শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। পাশাপাশি গণশুনানি ও নতুন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত ৫৫৯তম এক্সট্রাঅর্ডিনারি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

কামাল উদ্দিন বলেন, সিন্ডিকেট সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বহিষ্কারাদেশ পাওয়া নয়জন শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনে ১৫ দিন সময় দেওয়া হবে। এছাড়া সনদ বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে আইন বিভাগের ওই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীকে লাঞ্ছিত করার অপরাধে আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নয়জনকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিট দিয়ে নির্মিত নৌকা ভাঙতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেখানে উপস্থিত আফসানা এনায়েত এমি কোরবান আলীকে লাঞ্ছিত করেন।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

19m ago