কেরাণীগঞ্জে সংঘর্ষের মামলায় হাইকোর্টে নিপুণ রায়ের জামিন

জামিন পেলেন নিপুণ রায়
নিপুণ রায়। ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

আজ সোমবার নিপুণ রায়কে ৩ মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ মামলায় নিপুণকে ৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট।

মামলায় জামিন চেয়ে নিপুণের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নিপুণ রায় চৌধুরী মাথায় ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চের সামনে হাজির হন।

সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি বিএনপির এই নেতা আজ সকালে অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে যান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হবে কি না, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করার পরে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবেদনের শুনানির সময় নিপুণের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও মো. বদরুদ্দোজা বাদল।

গত ২৬ মে'র সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হওয়ার পর ২৭ মে কেরাণীগঞ্জ মডেল থানায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী সুমন মিয়া বাদী হয়ে মামলা করেন।

Comments