ইমরানের জামিন শুনানিতে প্রধান বিচারপতি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেবেন দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক।
প্রধান বিচারপতি আমির ৩ সদস্যের বেঞ্চের নেতৃত্ব দেবেন।
আজ শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইমরানের জামিন শুনানিকে কেন্দ্র করে ইসলামাবাদ হাইকোর্টের চারপাশে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কয়েক শ সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, পিটিআইয়ের কর্মীদের জড়ো হওয়ার ডাক দিলে আজ স্থানীয় সময় ভোরে ইসলামাবাদ পুলিশ জরুরি আদেশে রাজধানীতে জনসমাবেশ নিষিদ্ধ করেছে।
ইমরান খানের আইনজীবী ফয়সাল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'আশা করছি, হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদন গ্রহণ করবেন।'
ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে 'বৈধ' বললেও ৩ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ মনে করেন হাইকোর্ট থেকে ইমরানের গ্রেপ্তার 'অবৈধ'। তাকে আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
Comments