রোহিঙ্গাদের জন্য ৬৫ লাখ মার্কিন ডলার দিচ্ছে নরওয়ে

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প। এএফপি ফাইল ছবি

রোহিঙ্গাদের জন্য জ্বালানি ও পরিবেশ কর্মসূচিতে ৭০ মিলিয়ন ক্রোনা বা ৬৫ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে নরওয়ে।

আজ বুধবার নরওয়ের জলবায়ু ও পরিবেশ মন্ত্রীর স্টেট সেক্রেটারি রানহিল্ড শুনার সিরস্টা এ কথা জানান।

রোহিঙ্গাদের জন্য রান্নার পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের অব্যাহত পুনর্বাসন এবং শরণার্থী ও স্থানীয় বাংলাদেশী সম্প্রদায়ের দক্ষতা উন্নয়নে এ অর্থায়ন ভূমিকা রাখবে বলে আশা জানান তিনি।

নিরাপদ জ্বালানী ও শক্তির জন্য এ কাজগুলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)-র যৌথ কার্যক্রম সেফ এক্সেস টু ফুয়েল এন্ড এনার্জি প্লাস, ফেইজ ২ (সেফ+২)-এর আওতাধীন।

রানহিল্ড শুনার সিরস্টা বলেন, '২০১৯ সালে চালু হওয়ার পর থেকেই নরওয়ে সেফ+ প্রোগ্রামে আর্থিক সাহায্য দিয়ে আসছে। বৃক্ষরোপণ ও পুনঃনবায়নের মাধ্যমে যেভাবে এই কর্মসূচির হাত ধরে সবুজ ফিরে আসছে, সেটা আমাদের অনুপ্রেরণা যোগায়।'

এই প্রোগ্রামের সঙ্গে জড়িত জাতিসংঘের সংস্থাগুলোর পক্ষে ইউএনএইচসিআর-এর বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, 'নরওয়ে সরকার ও এর জনগণের এই অনুদানের মাধ্যমে আমরা ১ লাখ ৯০ হাজার শরণার্থী পরিবারকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দিতে পারব। কক্সবাজারের পরিবেশ ও বাস্তুতন্ত্রের সফল পুনঃবাসন ও উল্লেখযোগ্য হারে কার্বন ডাই অক্সাইডের নিঃসরন কমানোর মাধ্যমে জলবায়ু সংকটের সম্মুখীন কক্সবাজারের স্থানীয় জনগণের জন্যও এটি সাহায্য করবে।'

তিনি জানান, এলপিজি ও জ্বালানিবান্ধব রান্নার সরঞ্জাম বিতরণের মাধ্যমে লাকড়ির ব্যবহার ও এর সঙ্গে গাছ কাটার পরিমাণ কমানো যায়। এই কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ রোধ করা সম্ভব হয়েছে।'

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago