টেকনাফে নৌকাডুবি: ২৫ রোহিঙ্গা উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ

টেকনাফে নৌকাডুবির ঘটনায় ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, একজন বিজিবি সদস্যসহ আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার কাছে বঙ্গোপসাগরের জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী বলে জানা গেছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার জেটির কাছে রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযানে যান এবং শিশুসহ ২৫ জনকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযানে যাওয়া একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন। নৌকাটি উদ্ধার করা গেলেও নিখোঁজদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।'

বিকেল ৩টার দিকে এই প্রতিবেদন লেখার সময় উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, চিৎকার শুনে স্থানীয় জেলে ও বিজিবি সদস্যরা ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেন। বেঁচে যাওয়া রোহিঙ্গারা জানান, নৌকাটিতে ৫০ জনেরও বেশি ছিলেন।

Comments