বুধবার ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণের জন্য আগামীকাল বুধবার ঢাকার কয়েকটি এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আরও কয়েকটি এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

1h ago