সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

প্রতীকী ছবি | সংগৃহীত

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল সোমবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামী ১০ জুন (সোমবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ঘটিকা পর্যন্ত মোট আট ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় বিদ‍্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

Comments

The Daily Star  | English
Awami League corruption Bangladesh

The trials and tribulations of preparing the white paper

After three months of rigorous work, a white paper panel on the state of the economy revealed all the fault lines that had formed across Bangladesh during the 15 years of rule under the Awami League government, which held power from 2009 until it was ousted by a mass uprising on August 5 this year.

14h ago