কুমিল্লা

যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় গ্রেপ্তার ৪

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যামামলায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার কুমিল্লা নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা।

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত ৩ জন হলেন-- তিতাস উপজেলার জিয়ারকান্দির এলাকায় খুরশিদ মিয়ার ছেলে মো.ইসমাইল, একই উপজেলার মনাইরকান্দি এলাকার মো. আক্তার হোসেন শিকদারের ছেলে সোহেল শিকাদার ও দাউদকান্দি উপজেলা গোপচর এলাকার মৃত বজলুল রহমানের ছেলে শাহ আলম।

গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র‍্যাব অধিনায়ক  আরও জানান, বাকি আসামিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, বাকি আসামিরা সবাই দেশের বাইরে পলাতক।

অপরদিকে হত্যাকাণ্ডের আরেক আসামি সুমনকে (২৭) রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুমনকে গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি এবং বেশ কিছু আলামত জব্দ করে পুলিশ। দাউদকান্দি থানার বিশেষ দল আটক সুমনকে নিয়ে অভিযান চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

গত ৩০ এপ্রিল রাতে দুর্বৃত্তের গুলিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেন নিহত হন। 

 

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

13h ago