‘লাভ লেটারস’ নিয়ে একসঙ্গে মঞ্চে রামেন্দু ও ফেরদৌসী মজুমদার

ramendu and ferdausi majumdar
ছবি: স্টার ফাইল ফটো

মঞ্চে একসঙ্গে দেখা গেল স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এবং একুশে পদকপ্রাপ্ত দুই বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদারকে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে বিশ্ববিখ্যাত নাট্যকার এ আর গার্নির 'লাভ লেটারস' নাটকে পাঠাভিনয় করেছেন দুই খ্যাতিমান শিল্পী।

এটি লাভ লেটার্স থিয়েটারের ৪৮তম প্রযোজনা। পাঠাভিনয়টি নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, অনুবাদ করেছেন আব্দুস সেলিম।

এ প্রসঙ্গে আজ দুপুরে রামেন্দু ‍মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'লাভ লেটার্স নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেজন্য কিছুটা ভয়ে ভয়ে আছি। দেখা যাক কতটা কী করতে পারি।'

তিনি আরও বলেন, ''লাভ লেটারস পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। অনেক কিছু আছে এর মধ্যে। দর্শকদের ভালো লাগবে। দুজন মানুষের পেছন ফিরে তাকানোর গল্পসহ অনেককিছু বলা হবে এখানে। দুটো চিঠির মধ্যে দিয়ে। দুজন আবার বিপরীতমুখী মানুষ। পুরুষ মানুষটি ডিসিপ্লিন  মানা মানুষ, আর নারী তা না মানা।'

শুরুর গল্প বলতে গিয়ে রামেন্দু মজুমদার বলেন, '২০১৭ সালে এটি পাঠাভিনয়ের কাজ শুরু হয়েছিল। সেই সময় আলী যাকের ও ফেরদৌসী মিলে এর জন্য মহড়া শুরু করেছিলেন। কিন্তু আলী যাকের তার শরীর নিয়ে পারছিলেন না। শেষে তিনি আমাকে বলেন, আপনিই শুরু করুন। এরপর আমি শুরু করি। ধরে নিয়েছিলাম আলী যাকের পুরোপুরি সুস্থ হলে কাজটি করবেন। কিন্তু তিনি চলে গেলেন সবকিছু ছেড়ে। তবে, 'লাভ লেটারস' নিয়ে আলী যাকের প্রচন্ড উৎসাহী ছিলেন। আমরা আজকের উদ্বোধনী দিনে 'লাভ লেটারস' উৎসর্গ করেছি আলী যাকেরকে।'

শিল্পীসঙ্গী এবং জীবনসঙ্গী ফেরদৌসী মজুমদারের সঙ্গে আজ পাঠাভিনয় প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, 'আমরা যখন অভিনয় করি তখন সম্পর্কের কথা মনে রাখি না, অভিনয়ের কথা ভাবি। এটাই বোধহয় হওয়া উচিত। আরও ভাবি কাজটি কতটা সুন্দর করা যায়, ভালো করা যায়।'

এই দম্পতির মেয়ে ত্রপা মজুমদার 'লাভ লেটারস' এর নির্দেশনা দিচ্ছেন। রামেন্দু মজুমদার বলেন, 'ত্রপার মধ্যে আত্নবিশ্বাস অনেক। অনেক সময় দিয়েছে এটার জন্য। 'লাভ লেটারস' এর জন্য মিউজিক একটি বড় ভূমিকা পালন করবে।'

ফেরদৌসী মজুমদার 'লাভ লেটারস' নাটকে পাঠাভিনয় করার বিষয়ে বলেন, 'অনেক ভালো লাগা কাজ করছে। এই বয়সে এসেও যে শিল্পের সঙ্গে বসবাস করছি এটাই অনেক। এভাবেই বাকি দিনগুলো পার করতে চাই।'

তিনি আরও বলেন, 'আমি ও রামেন্দু একসঙ্গে মেরাজ ফকিরের মা নাটকে মঞ্চে অভিনয় করেছি। এছাড়া আরও কিছু নাটক করেছি। দুজন দুজনকে বুঝতে পারি শিল্পের মধ্যে দিয়ে। 'লাভ লেটারস' দর্শকদের ভালো লাগলেই শ্রম সার্থক হবে।'

সামনে লাভ লেটারসের আরও শো হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago