ছাত্রলীগের অনুষ্ঠানে কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ

ছবি: ভিডিও থেকে নেওয়া।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একটি ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় এক পর্যায়ে মঞ্চটি ভেঙে পড়ে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ওই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি উদ্ধারকারী ইউনিট হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলে যায়। তবে ওই ঘটনায় কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।'

Comments