এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১৪৭৭, বহিষ্কৃত ২০ শিক্ষার্থী

আজ এসএসসি পরীক্ষার প্রথম দিনে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের সিট খুঁজে নিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া, অসদুপায় অবলম্বনের জন্য প্রথম দিনে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি জানান, আজ রোববার থেকে সারা দেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে ১৫ লাখ ৮ হাজার ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছিল। তবে তাদের মধ্যে ১৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ ছাড়া, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৮৪ হাজার ৬৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল।

সাধারণ বোর্ড ভিত্তিক হিসাবে ঢাকায় ৪ হাজার ২২২ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০ জন, কুমিল্লায় ২ হাজার ৬১৮ জন, যশোরে ১ হাজার ৮৩৪ জন, চট্টগ্রামে ১ হাজার ৬০৭ জন, সিলেটে ৯৪০ জন, বরিশালে ১ হাজার ২৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন ও ময়মনসিংহে ৯৭৮ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ ছাড়া, মাদ্রাসা বোর্ডের ১১ হাজার ৩৮৩ জন এবং কারিগরি বোর্ডের ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

2h ago