বিদেশিদের সঙ্গে আমাদের দেশীয় কিছু সাহেবও ষড়যন্ত্র করছেন: আইনমন্ত্রী

টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আ আনিসুল হক। ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'আপনারা কি সুখে আছেন?' জবাবে সবাই সমস্বরে 'জ্বী' বলার পর আইনমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, 'এরা বিদেশিদের কাছে গিয়ে বলে, বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, অত্যাচারে আছে। আপনারাই বলুন, কই কষ্ট, কই অত্যাচার?'

আইনমন্ত্রী আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময়  এসব কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র শুধু বিদেশিরাই করে তা না। বিদেশিরা যেন ষড়যন্ত্র করতেই থাকে, তার জন্য কিন্তু আমাদের দেশীয় কিছু সাহেব আছেন। তারা ঢাকা শহরে থাকেন। তারা আপনাদেরকে চিনেও না, জানেও না, আপনাদের কাছে আসেও না। এই ষড়যন্ত্র তারা করছে আর বিদেশিদের কান ভারী করছে।'

মন্ত্রী বলেন, 'বিএনপির এক নেতা নাকি বলেছেন, বাংলাদেশের নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য, বাংলাদেশের সমস্যা বাংলাদেশের লোক নাকি মেটাতে পারবে না। দুই দল—আওয়ামী লীগ ও বিএনপিও মেটাতে পারবে না। এটা মেটাতে নাকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে লাগবে।'

বিএনপির 'ষড়যন্ত্রে'র সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, 'আমি অত্যন্ত পরিষ্কার করে বলে দিতে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে কি হবে, না হবে, সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। সেটাই হয়েছে শেখ মুজিবের নেতৃত্ব। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। আমরা তার আদর্শের সৈনিক। আমরা তার বাংলাদেশের নাগরিক। আমরা স্বাধীন নাগরিক। আমাদের স্বাধীনতার মূল উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ণয় করবো।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল এহসান খান, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম।

আইনমন্ত্রী আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেডের উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১৭ কোটি টাকার ঋণ বিতরণ করেন।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

2h ago