ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ মারা গেছেন

রণজিৎ গুহ, অস্ট্রিয়া, ভিয়েনা, দীপেশ চক্রবর্তী, অমর্ত্য সেন,
রণজিৎ গুহ। ছবি: সংগৃহীত

প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই। আজ ভোরে অস্ট্রিয়ার ভিয়েনাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রণজিৎ গুহের পরিবারের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী।

তিনি বলেন, 'রণজিৎ গুহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নানান রোগ ও বয়সের জটিলতায় আক্রান্ত হয়ে ভিয়েনা সময় রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।'

রণজিৎ গুহের ১৯২৩ সালে ২৩ মে বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের সময় পারিবারিকভাবে কলকাতায় চলে যান। ১৯৫৯ সালে তিনি ভারত থেকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন। সর্বশেষ তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাস করতেন।

রণজিতের অনুজ ও সহযোগী দীপেশ চক্রবর্তী এক লেখায় তাকে 'বাঙালির জন্য ঐতিহাসিক' বলে উল্লেখ করেছিলেন। নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, 'বিশ শতকের সবচেয়ে সৃজনশীল ভারতীয় ঐতিহাসিক'।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago